Study Spanish in Spain

পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে আবেদন

আজকের এই পোস্টের মাধ্যমে আমরা জানতে পারব যে, কিভাবে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করতে হয়। সম্পূর্ণ পোস্ট পড়ে আপনারা সঠিক নিয়মে আবেদন করবেন, আশাকরি বুঝতে পাড়ছেন।

পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে আবেদন



পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে আবেদন করার নিয়ম?

প্রথমে আপনারা আপনাদের কম্পিউটার অথবা মোবাইল যে কোন ব্রাউজার গিয়ে টাইপ করবেন: pcc লিয়ে চার্জ দিবেন?

পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে আবেদন

তার পরে কিল্ক করে পুলিশ ক্লিয়ারেন্স অফিসিয়াল ওয়েব সাইটে চলে যাবেন?

পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে আবেদন


যাদের আগের থেকে পুলিশ ক্লিয়ারেন্স অফিসিয়ার সাটে একাউন্ট করা থাকে তারা  লগিন করে নিবেন? যাদের একাউন্ট করা নাই তারা রেজিষ্টার করে দিবেন যাদের ইমেল একাউন্ট নাই তারা শুদু মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট করতে পারবেন?


পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে আবেদন


আপনার নিজের নাম মোবাইল নাম্বার পাসওয়ার্ড দেওয়া হলে কনটিউটিতে ক্লিক করে রেজিস্টার করে দিবেন রেজিস্টার করার পর লগিন করবে?

পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে আবেদন


লগিন করার পর এপলাই বাটনে কিল্ক করবেন? কিল্ক করার পর আপনারা কোন দেশে যাবেন এইটা সিলেট করে দিবেন?

পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে আবেদন


আপনারা কোন দেশে যাইবেন এটা দেওয়ার পর নিচে ফরম ফিলাপ আসবে ফরম ফিলাপ করার জন্য খুব গুরুত্ব সহকারে করতে হবে যে কোন প্রকার ভুল না হয়। ছবি আপনারা সাইজ 150 কেবির নিচে হতে হবে যদি 150 কেবির বেশি হয় তাহলে ছবি আপলোড হবে না।

পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে আবেদন

পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে আবেদন

 এই খানে পাসপোর্ট  অনুযায়ী সব কিছু ফিলাপ হয়ে গেলে সেভ এন্ড নেক্স কিল্ক করবেন?

পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে আবেদন

পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে আবেদন

যেই গুলো লাল টিক মার্ক দেওয়া আছে শুধু ্  এই গুলো ফিলাপ করলে হবে। তার পর সেভ এন্ড কন্টিউটিতে কিল্ক করবেন।

পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে আবেদন

এই খানে আপনার এন আইডি কার্ড সত্যায়িত কপি, পাসপোট সত্যায়িত কপি, চেয়ারম্যান সার্টি

ফিকেট কপি আপলোড করে দিবে? পরে সেব বাটনে কিল্ক করবেন।

পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে আবেদন

এখন আপনে ফরম ফিলাপ করছেন ভাল করে দেখে নিবেন কোন প্রকার ভুল আছে কিনা সবকিছু ঠিক থাকে তাহলে সেভ করে দিবেন? 

পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে আবেদন

এখন আপনাদের চালান কাটতে হবে, চালান কাটার ক্ষেত্রে আপনারা এই খান থেকে  সরাসরি কাটতে পারেন? অথবা ব্যাংকয  গিয়ে চালান দিয়ে আসতে হবে? তবে আমি বলব আপনারা এই খান থেকে চালান কেটে নিবেদন?

পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে আবেদন

পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে আবেদন

পরিশোধ কিল্ক করলে আপনাদের অন্য আরেকটা সাইটে নিয়ে যাবে? ঐ খান থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করে দিবেন? যাদের বিকাশ একাউন্ট আছে তারা প্রেমেন্ট করতে পারবেন? প্রথমে বিকাশ সিলেট করবেন তাপর আপনার বিকাশ নাম্বার দিবেন দেওয়ার পর আপনার মোবাইলে ভেরিফাই কোড পাঠানো হবে বিকাশ থেকে কোড দেওয়ার পর আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে সাবমিট  করে দিবেন 5 সেকেন্ড ওয়েট করবেন আপনাকে চালান কপি দেওয়া  হবে এবং চালান কপি আপনার সেব করে রাখবেন? আবেদন করার 12 ঘন্টা পর চালাই সাবমিট করে দিবেন?

পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে আবেদন

পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে আবেদন

চালান সাবমিট করার পর আপনার কাজ শেষ? এবং আবেদন কপি সেব করে অথবা প্রিন্ট করে নিজের কাছে রেখে দিবেন? তার পর আপনার যেই  থানা আছে থানাই  গিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করার পর সব কিছু থানায় জমা দিয়ে আসবেন বার থেকে পনের দিনের মধ্যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স রেডি হয়ে যাবে।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলী

১। আবেদনকারীর পাসপোর্টে উল্লেখিত স্থায়ী কিংবা বর্তমান ঠিকানার যে কোন একটি অবশ্যই সংশ্লিষ্ট মেট্রোপলিটন / জেলা পুলিশের আওতাধীন এলাকায় অবস্থিত হতে হবে এবং আবেদনকারীকে/ যার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাওয়া হয়েছে তাকে অবশ্যই ঐ ঠিকানার বাসিন্দা হতে হবে ।

২। মেশিন রিডেবল পাসপোর্টের (এম আর পি) এর ক্ষেত্রে যদি পাসপোর্টে ঠিকানা উল্লেখ না থাকে তবে ঠিকানার প্রমাণ স্বরূপ জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদপত্র/স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এর সনদপত্রের ফটোকপি ১ম শ্রেণীর সরকারী গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে দাখিল করতে হবে ।

৩। বিদেশে অবস্থানকারী বাংলাদেশী পাসপোর্টধারী কোন ব্যক্তির পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য তিনি যে দেশে অবস্থান করছেন সে দেশে বাংলাদেশ দূতাবাস/হাইকমিশন কর্তৃক পাসপোর্টের তথ্য পাতার সত্যায়িত কপি তার পক্ষে করা আবেদনের সাথে দাখিল করতে হবে ।

৪। বিদেশগামী কিংবা প্রবাসী বাংলাদেশী নাগরিক এবং বাংলাদেশে বসবাস করে স্বদেশে/বিদেশে প্রত্যাবর্তনকারী বিদেশী নাগরিকদের জন্য প্রয়োজনীয় পুলিশ ক্লিয়ারেন্স এই অনলাইন সিস্টেমের মাধ্যমে ইস্যু করা হয়।

৫। বাংলাদেশের অভ্যন্তরে চাকুরী কিংবা অন্য কোন কাজে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলা কিংবা সিটি এসবি শাখায় যোগাযোগ করুন


প্রয়োজনীয় ডকুমেন্টস

১। অনলাইনে যথাযথভাবে পূরণকৃত আবেদন পত্র ।

২। ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যানকপি

অথবা

বিদেশে অবস্থানকারী বাংলাদেশী নাগরিকগনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যানকপি

অথবা

বিদেশী নাগরিকদের ক্ষেত্রে নিজ দেশের জাস্টিস অব পিস (Justice of Peace) কর্তৃক সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যানকপি।

৩। বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে (১-৭৩০১-০০০১-২৬৮১) কোডে করা ৫০০/- (পাঁচশত) টাকা মূল্যমানের ট্রেজারী চালান অথবা অনলাইনে ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত সার্ভিসচার্জ সহ ফি প্রদান।

আবেদনের নিয়মাবলী

অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ওয়েবসাইটে নিবন্ধন করে যে কেউ নিজের জন্য অথবা অন্যের পক্ষে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য আবেদন করতে পারবে। নিবন্ধন করার জন্য এখানে ক্লিক করুন।

ধাপ : ২

নিবন্ধিত ব্যবহারকারী অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাইটে লগ-ইন করার পর Apply মেনুতে ক্লিক করে আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করুন।।

ধাপ : ৩

আবেদন ফরমের প্রথম ধাপে ব্যক্তিগত বিস্তারিত তথ্য, দ্বিতীয় ধাপে বর্তমান এবং স্থায়ী ঠিকানা পূরণ করুন। আপনার বর্তমান ঠিকানা যে জেলা বা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত সেই ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হবে।

ধাপ : ৪

আবেদন ফরমের তৃতীয় ধাপে প্রয়োজনীয় ডকুমেণ্টসমূহের স্ক্যান কপি আপলোড করুন।

ধাপ : ৫

আবেদন ফরমের চতুর্থ ধাপে আপনার এন্ট্রিকৃত সকল তথ্য দেখানো হবে। আবেদনে কোন ভুল থাকলে তা পূর্ববর্তী ধাপসমূহে ফেরত গিয়ে পরিবর্তন করা যাবে। তবে চতুর্থ ধাপে আবেদনটি সাবমিট করার পর আর কোন পরিবর্তন করার সুযোগ থাকবে না।

ধাপ : ৬

চালানের মাধ্যেমে ফি পরিশোধের উপায় এবং পরবর্তী করণীয় সম্পর্কে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করুন।

বন্ধুরা আশা করছি আপনাদের সম্পূর্ণভাবে বুঝাতে পারছি, তাপর আপনারা বুঝতে কোন অসবিদা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন? আপনার কি  সমস্যা আমি সমাধান করে দিব। আজকে এই  পর্যন্ত সবাই ভাল থাকেন? আল্লাহ হাফেজ।

Post a Comment

Previous Post Next Post